logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ১১:০৮
৫৯ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো
অনলাইন ডেস্ক

৫৯ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো


জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সিরি আ'তে পার্মার বিপক্ষে জোড়া গোল করে ৫৯ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন। এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ৩৩ গোল করে তিনি এই কৃতিত্বে পা রাখেন এই পর্তুগিজ তারকা। 
রোনালদোর ৫৯ বছর আগে এক পঞ্জিকা বর্ষে ৩৩ গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ওমার সিভোরি। তিনি ১৯৬১ সালে এক মৌসুমে এ গোলগুলো করেছিলেন। রোনালদোসহ এখন পর্যন্ত চারজন এই কৃতিত্ব অর্জন করেন। 
সর্বোচ্চ ৪১ গোল দিয়ে সবার উপরে আছেন ফেলিস বোরেল। তিনি ১৯৩৩ সালে এই রেকর্ড করেন। এ ছাড়া গানার নর্দাল ১৯৫০ সালে ৩৬ গোল দেন। এ মৌসুমেই তার সামনে সুযোগ আছে সবার ওপরে ওঠার। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com