logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ১১:১৬
গোলের রেকর্ডে পেলের পাশে নাম লেখালেন মেসি
অনলাইন ডেস্ক


গোলের রেকর্ডে পেলের পাশে নাম লেখালেন মেসি


আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে অভিনন্দনে ভাসালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল করেন মেসি। এই গোলের ফলে ক্লাব ফুটবলে ৬৪৩ গোলের রেকর্ড গড়লেন এই বার্সা তারকা। একই সঙ্গে পেলের নামের পাশে জায়গা করে নেন তিনি। 
এরপর নিজের ইনস্টাগ্রাম পেইজে পোস্ট করে মেসিকে তার রেকর্ডের জন্য ও তার সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি। পোস্টে মেসিকে উদ্দেশ্য করে পেলে লেখেন, যখন কোনকিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মত অনুভুতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। 
পেলে তার পোস্টে মেসিকে উদ্দেশ্য করে আরও লেখেন, তার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মত এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এর জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানান পেলে।     


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com