logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০ ১১:১৯
যুক্তরাষ্ট্রে এক দিনেই আড়াই লাখ মানুষের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে এক দিনেই আড়াই লাখ মানুষের করোনা শনাক্ত


যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার ২ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর সিএনএনের। দেশটিতে মোট সংক্রমণ ১ কোটি ৮০ হাজার ছাড়িয়েছে। 
দেশটিতে করোনায় মারা গেছে মোট ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, মোট মৃতের সংখ্যা ৩ লাখ ২৩ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহেই করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৮ হাজার।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভালিউশনের সতর্ক করে দিয়ে বলেছে, আগামী তিন মাসে যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com