logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৯:৩০
দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না
অনলাইন ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না

দলের সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের। শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে তিনি আরও বলেন, 'যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।'

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্র বিজয় দিবস উদযাপন করবে বলেও জানান ওবায়দুল কাদের। গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বড়দিন উপলক্ষ্যে বিশ্বব্যাপী খ্রিষ্টধর্মাবলম্বীদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com