logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ২১:৫০
করোনার নেগেটিভ সনদ নিয়ে বিভিন্ন দেশ থেকে আসছেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক

করোনার নেগেটিভ সনদ নিয়ে বিভিন্ন দেশ থেকে আসছেন প্রবাসীরা

শুক্রবার (২৫শে ডিসেম্বর) দুপুর পর্যন্ত যুক্তরাজ্য থেকে কোনো ফ্লাইট না আসলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন যাত্রীরা।
তবে এদের সবাইই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। বিমানবন্দরে সবার করোনা নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষা করে তাদের ছাড়া হচ্ছে।

একই সাথে সব যাত্রীকেই ১৪দিনের হোম কোয়ারেন্টাইন মানা জন্য বলা হচ্ছে বিমানবন্দর থেকে।

 

যাত্রীরা জানান, দেশে ফেরার আগে নিয়ম অনুযায়ী করোনার পরীক্ষা করিয়ে সার্টিফিকেট সংগ্রহ করেছেন তারা। সবার নিরাপত্তার জন্য বিদেশ ফেরত সবাইকেই হোম কোয়ারেন্টাইন মানার আহ্বান জানান বিদেশ থেকে আসা যাত্রীরা।

বিদেশ ফেরতরা জানান, করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসছি ওই খান থেকে। এখন বাসায় গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবো। এটা আশা করি সমস্যা হবে না।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com