আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০ ২০:৩৫
আওয়ামী লীগ ও বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি
অনলাইন ডেস্ক
৩০শে ডিসেম্বর পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।
আওয়ামী লীগ দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে পালন করবে। আর জনগণের ভোটাধিকার হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় জয় পায় আওয়ামী লীগ। বিএনপি ও তার শরীকরা পায় মাত্র ৭টি আসন।
শুরুতে ভোটের ফল বর্জন করলেও পরে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়ে সংসদেও আছেন।
দিনটিকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস পালনের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঠিক পরদিন শনিবার ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচনে ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই দিনটিকে ভোটাধিকার হত্যা দিবস হিসেবে পালন করবে বিএনপি।