logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০ ২০:৪০
চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ
অনলাইন ডেস্ক

চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ

আগামী ২০২৮ সালের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে চীন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ; ব্রিটেনভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান এমন পূর্বাভাস দিয়েছে।

রিটেনে অবস্থিত সেন্টার ফর ইকনোমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর এর বার্ষিক রিপোর্ট শনিবার প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে চীনের অর্থনীতির মূল্যমান আমেরিকাকে ছাড়িয়ে যাবে। আগে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তার চেয়ে পাঁচ বছর আগেই চীন অর্থনীতির ক্ষেত্রে শীর্ষ অবস্থান দখল করতে যাচ্ছে।

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে আরো বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারী এবং অর্থনৈতিক মন্দাবস্থা অবশ্যই চীনকে অগ্রগামী করে দিয়েছে। করোনাভাইরাসের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার জন্য চীনের প্রশংসাও করেছে সিইবিআর।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com