logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০ ২২:৫০
ওমরাহ পালনে গিয়ে করোনায় আক্রান্ত হননি কেউ
অনলাইন ডেস্ক

ওমরাহ পালনে গিয়ে করোনায় আক্রান্ত হননি কেউ

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়েছিল পবিত্র ওমরাহ পালন। দীর্ঘদিন পর মক্কার দুয়ার মুসলমানদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। এরপর এখন পর্যন্ত ৫০ লাখ ওমরাহ পালনকারী এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন। 

তবে ওমরাহ ও ইবাদত করতে গিয়ে কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি।  এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম গালফ বিজনেস। 

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে গালফ বিজনেস। 

 

করোনার বিস্তার রোধে গত মার্চে ওমরাহ হজ স্থগিত করে সৌদি আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ চালু করে দেশটি। 

সূত্র: গালফ বিজনেস


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com