logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০ ১৫:০০
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত
অনলাইন ডেস্ক

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক।

 

জাতীয় শিক্ষানীতি ২০১০ আনুযায়ী এবার প্রাথমিকে ভর্তির নূন্যতম বয়স ছয় বছর ধরা হয়। সে হিসেবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর নির্ধারণ করা হয়।

গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। কিন্তু সরকারি কড়াকড়িতে ১১ বছরের কম বয়সীরা ভর্তির আবেদন করতে পারছিল না। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

সূত্র: জাগোনিউজ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com