logo
আপডেট : ২ জানুয়ারি, ২০২১ ১২:৪০
তোমরা যে এই প্রশ্নগুলো করো তখন তোমরা কী করো
অনলাইন ডেস্ক

তোমরা যে এই প্রশ্নগুলো করো তখন তোমরা কী করো

আচ্ছা এই যে আপানারা যারা টুপ করে ইনবক্স করে ফেলেন আমাকে,

আল্লাহ আপনি এখনো ঘুমাননি?
তুমি জেগে আছো?
ঘুম নাই?
অথবা খুব সকালে (যদিও আমাদের খুব সকাল বলতে ৪টায়ও কল টাইম হয়!) ৭/৮টায় যদি অনলাইন দেখেছেন তো শেষ
মানেএএএএ... অন্তত ছোট করে হাই, হ্যালো দিয়েই নেক্সট লাইনটা হয় আপনি জেগেই আছেন যে
তোমরা কী আমার পা টিপে ঘুম পাড়ানি মানুষ এক একটা?
বেতন দিয়ে রাখছি তোমাদের আমি?
তুমি কেমনে জানো, আমি কখন ঘুমাই কখন জাগি!
ওকে কুল...
আচ্ছা, তোমরা যে এই প্রশ্নগুলো করো তখন তোমরা কী করো?
উত্তর, 'ওইটাইতো'
যাই হোক হ্যাপি নিউ ইয়ার

(ফেসবুক থেকে সংগৃহীত)


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com