logo
আপডেট : ৪ জানুয়ারি, ২০২১ ১৩:২৫
বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট আবার চালু হচ্ছে
অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইট আবার চালু হচ্ছে

বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো আগামী বুধবার থেকে আবার চলাচল শুরু করতে যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ই জানুয়ারী ২০২১ বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটসমুহ আবার নিয়মিতভাবে চলাচল করবে।

বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

বলা হয়, ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

সম্প্রতি সহজে এবং দ্রুত ছড়াতে পারে এমন একটি নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশের পর গত ২১শে ডিসেম্বর থেকে দু'সপ্তাহের জন্য সৌদি আরব তাদের সীমান্ত এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

তবে রোববার সৌদি সরকারি বার্তা সংস্থার এক খবরে এসব "সতর্কতামূলক পদক্ষেপ" তুলে নেবার কথা জানানো হয়।

অবশ্য ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে ওই নতুন ধরণের ভাইরাস ছড়িয়েছে সেখান থেকে আসা ভ্রমণকারীদের সৌদি আরবে ঢোকার ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারেরও বেশি করোনাভাইরাস সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ হাজার ২শ' জনের ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com