logo
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ১৪:২০
র‌্যাব-১০ এর অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ০২ জন ছিনতাইকারী আটক
অনলাইন ডেস্ক

র‌্যাব-১০ এর অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ০২ জন ছিনতাইকারী আটক

গত ০৪/০১/২০২১ খ্রিঃ আনুমানিক ২৩৩০ ঘটিকার সময় সিপিসি- ১, র‌্যাব- ১০ এর স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েব এর নেতৃত্বে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারী গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সুমন (৩২), পিতা- মোঃ মফিজ, সাং- কাচারির হাট, থানা- বসুরহাট,জেলা- নোয়াখালী, ২। মোঃ আবুল হোসেন (৩৫), পিতা- মৃত ইউনুছ মিয়া, সাং- উদয়পুর, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা বলে জানায়। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি খেলনা পিস্তল ও ০১ টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকু ও খেলনা পিস্তলের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com