logo
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ১৬:৩০
মওদুদ আহমদের শারীরিক অবস্থা উন্নতির দিকে
অনলাইন ডেস্ক

মওদুদ আহমদের শারীরিক অবস্থা উন্নতির দিকে

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মওদুদ আ্হমদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে অসুস্থ মওদুদ আহমদকে দেখে আসার পর তিনি সাংবাদিকদের একথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘‘আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সাথে কথা বলেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘‘উনি বলেছেন ভালো বোধ করছেন। আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সাহেবের সাথে কথা বলেছি। আগামীকাল তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে।”

এসময় বিএনপি মহাসচিবের সাথে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও ছিলেন।

 

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com