logo
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ২০:৩০
অ্যামাজন প্রাইমে শাকিবের ৩ ছবি
অনলাইন ডেস্ক

অ্যামাজন প্রাইমে শাকিবের ৩ ছবি

আগেই দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সিনেমা। এবার আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’-এ প্রদর্শিত হচ্ছে তার তিনটি ছবি। তবে বাংলাদেশ নয়, ভারতীয় সিনেমা হিসেবে সেখানে প্রদর্শিত হচ্ছে ছবিগুলো। 

ছবি তিনটি হচ্ছে শিকারী, চালবাজ ও ভাইজান এলো রে। একটি যৌথ প্রযোজনাসহ ভারতের পশ্চিমবঙ্গ থেকে সিনেমা তিনটি নির্মাণ করে সেখানকার নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা নিজেই এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চড়া মূল্যে সিনেমাগুলো অ্যামাজান প্রাইমে গত ডিসেম্বর থেকে দেখানো হচ্ছে।

উল্লেখ্য, এই তিনটি সিনেমাই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক বলে মনে করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিনেমাগুলোতে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন শাকিব খান, যা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com