logo
আপডেট : ৪ আগস্ট, ২০১৮ ১৩:৪৫
বিনে পয়সার ভিআর গেমস খেলতে চান?
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিনে পয়সার ভিআর গেমস খেলতে চান?

বিনে পয়সার ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে গেমিং এক্সপেরিয়েন্স নিতে চান? ভার্চুয়াল রিয়েলিটি আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। চলে আসুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। কেননা, এখানে চলছে তিন দিনের ল্যাপটপ মেলা। এই মেলায় স্মার্ট টেকনোলজিসের গিগাবাইট গেমিং জোন সাজিয়েছে।

এই গেমিং জোনে এসে ল্যাপটপ মেলার দর্শনার্থীরা বিনে পয়সায় ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে গেমস খেলতে পারবেন। উপভোগ করতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটির স্বাদ।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা আনাস খান ঢাকাটাইমসে বলেন, ল্যাপটপ মেলায় আমরা ভিআর গেমিং জোন সাজিয়েছি। এখানে এসে গেমাররা ভিআর হেডসেট পরে গেমস খেলতে পারবেন। এজন্য তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না।

গিগাবাইটের এই গেমিং জোনে অরোসের বিভিন্ন মডেলের গেমিং ল্যাপটপ, গেমিং মাদারবোর্ড বিক্রি হচ্ছে।  এখানে বিক্রি  ও প্রদর্শনের জন্য রাখা হয়েছে গেমিং ডেস্কটপ, কি-বোর্ড, মাউস, গ্রাফিক্স কার্ডসহ গেমিংয়ের নানা পণ্য।

এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ২০তম ল্যাপটপ প্রদর্শনী। ল্যাপটপ ও ট্যাবলেট নিয়ে দেশের সবচেয়ে বড় এই প্রদর্শনী ও বিকিকিনির আয়োজনটি  আজ রাত আটটা পর্যন্ত চলবে।

মেলাতে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার, আসুস, ডেল, এইচপি, লেনেভো ছাড়াও অংশ নিয়েছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফ। দেশীয় একমাত্র কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড ওয়ালটনও রয়েছে। পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে স্টার টেক, গ্লোবাল ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিস।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রির সঙ্গে মূল্যছাড় ও উপহার দিচ্ছে। রয়েছে স্ক্র্যাচ কার্ড, র‍্যাফেল ড্রতে উপহার জেতার সুযোগ।

মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com