logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ২৩:২০
শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকাকে ‘ভালো খবর’ বললেন বাইডেন
অনলাইন ডেস্ক

শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকাকে ‘ভালো খবর’ বললেন বাইডেন

আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকার সিদ্ধান্তকে ‘ভালো খবর’ বলেছেন। গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে ২০ জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠানে না থাকার ঘোষণা দেন।

এ প্রেক্ষিতে নিজ শহর উইলমিংটনে সাংবাদিকদের বাইডেন বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি না থাকার ইঙ্গিত দিয়েছেন। এটা ভালো যে তাকে দেখা যাবে না। ট্রাম্প লোক দেখানোর জন্যে কিছু করছেন না এটা খুব ভালো। বাইডেন আরো বলেন, আমরা যে দু’একটি বিষয়ে একমত হয়েছি এটি তার একটি। এটি খুব ভালো খবর। কারণ তিনি দেশের জন্যেও বিব্রতকর।

ট্রাম্পের বিষয়ে বাইডেন আরো বলেন, তিনি আর প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন। বাইডেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে স্বাগত জানাবেন বলে উল্লেখ করেন।

 

গত ৬ই জানুয়ারি মার্কিন পার্লামেন্ট হাউজে হামলার জন্যে সহিংসতাকারীদের উস্কে দেয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এ কারণে তাকে আগামী সপ্তাহে অভিশংসিত করার সম্ভাবনা রয়েছে। সূত্র : বাসস।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com