logo
আপডেট : ৪ আগস্ট, ২০১৮ ১৪:২৫
আসছে বাহুবলী থ্রি
প্রথম বাংলাদেশ ডেস্ক

আসছে বাহুবলী থ্রি

বলিউড কাঁপানো সিনেমা ‘বাহুবলী’। ‘বাহুবলী-দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী কনক্লুশন’ নিয়ে হৈচৈ পড়ে গিয়েছিল সারা ভারতে। দক্ষিণের এই ছবি মুক্তি পেয়েছিল হিন্দিতেও। ব্যবসাও করেছিল অভূতপূর্ব। সেই রেশ নিয়ে এবার আসছে ‘বাহুবলী থ্রি’।

জানা গেছে, ৯টি পর্ব নিয়ে তৈরি হবে ‘বাহুবলী’র ওয়েব সিরিজেও। নির্মাতাদের আশা এই সিরিজও মন মজাবে দর্শকের। এগুলো দেখানো হবে নেটফ্লিক্সে।

‘বাহুবলী’র এই সিরিজে মূলত থাকবে শিবগামীর গল্প। আনন্দ নীলকন্টনের গল্প দ্য রাইজ অব শিবগামী থেকে তৈরি হচ্ছে চিত্রনাট্য।

সেক্রেড গেমসের পর এই সিরিজই হতে চলেছে নেটফ্লিক্সের আরও একটি হিট প্রজেক্ট, মত কর্তৃপক্ষের। তবে এই সিরিজের অভিনয়ে কারা থাকছেন সে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com