logo
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ২৩:০৫
ডিএসসিসির সাবেক মেয়রকে দল থেকে বহিষ্কারের দাবি
অনলাইন ডেস্ক

ডিএসসিসির সাবেক মেয়রকে দল থেকে বহিষ্কারের দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আওয়ামীপন্থী আইনজীবীরা।

 

এবারও ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন অভিন্ন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। কিন্তু দল থেকে মনোনয়ন পান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাঈদ খোকন মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদ পেয়েছেন।

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট ড. মোমতাজ উদ্দিন মেহেদীর সভাপতিত্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে বক্তৃতা দেন- আইনজীবী একেএম তৌহিদুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির, ব্যারিস্টার মো. সাজ্জাদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সুপ্রিম কোর্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ বাকের উদ্দিন ভূঁইয়া, সহকারী অ্যাটর্নি জেনারেল মফিজ উদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল হাসিনা মমতাজ, নূরে আলম উজ্জ্বল, তাসনিম সিদ্দিকী লিনা, শামীম সরদার, মোছা পরভীন আক্তার, ঢাকা দক্ষিণের আওয়ামী আইন বিষয়ক উপদেষ্টা জগলুল কবির, আবুল কালাম আজাদ, শেখ মোহাম্মদ মাজু, মো. ফরাজি, আব্দুর রাজ্জাক রাজু, অপূর্ব কুমার ভট্টাচার্জ, মহি উদ্দিন আহমেদ প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com