logo
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১৩:৪৫
সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সংখ্যা ১২০১
অনলাইন ডেস্ক

সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সংখ্যা ১২০১

সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক হাজার ২০১টি ভাস্কর্য ও মুরাল নির্মাণ করা হয়েছে। আর ১৯টি এখনো নির্মাণাধীন রয়েছে। আজ সরকারের পক্ষ থেকে এই তথ্য বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উপস্থাপন করা হয়।

এছাড়া নির্মিত ও নির্মাণাধীন এসব ভাস্কর্য ও মুরালের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি বলেন, পূর্বাচল নতুন শহরে বঙ্গবন্ধু স্কোয়ার প্রকল্পে সিসিটিভি ক্যামেরাসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

রিটকারী পক্ষে ছিলেন ড. বশির আহমেদ। প্রতিবেদন উপস্থাপনের পর বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করে হাইকোর্ট।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com