logo
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১৮:৪০
পর্তুগালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
অনলাইন ডেস্ক

পর্তুগালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা

পর্তুগালের রাজধানী লিসবনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার স্থানীয় সময় রাত ৮ টা ৩০ মিনিটে ওয়ার্ক মুন্ড চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার সভাপতি খলিলুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য রানা তাসলিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন দর্জি।

 

আলোচনা সভার শুরুতে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শেখ ওয়াসিম জামান লেলিন।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেলিম শেখ, উজ্জাল তাপদার, এ্যাডভোকেট রাসেল মজুমদার, কাইয়ুম, অনিক মিয়া, মোঃ মামুন, মোস্তাক হোসেন, সবিয়া ইয়াসমিন, ওমর ফারুক, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com