logo
আপডেট : ১৩ জানুয়ারি, ২০২১ ১২:৪৫
এক বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি
অনলাইন ডেস্ক

এক বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি

দেশে এক বছরে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার। এরমধ্যে মোবাইলে ৮৬ লাখ ৭২ হাজার এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বেড়েছে ৩৭ লাখ ৮০ হাজার। আর এক মাসের ব্যবধানে ডিসেম্বরে ব্রডব্যান্ড সংযোগ ৮ লাখ ৬৬ হাজার।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ ইন্টারনেট সংযোগের হিসাব থেকে এমন তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, বিদায়ি বছরের শেষ মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সংখ্যা পৌঁছেছে ৯৫ লাখ ২২ হাজারে।

অপরদিকে নভেম্বর শেষে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ৫ লাখ ৬১ হাজার। এর মধ্যে ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার ছিল মোবাইলে এবং ব্রডব্যান্ড সংযোগ ছিল ৮৬ লাখ ৫৬ হাজার। আর ৫৭ লাখ ৪২ হাজার গ্রাহক নিয়ে ২০২০ বছর শুরু করে ব্রডব্যান্ড খাত। মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৩৬ লাখ ৮১ হাজার।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com