logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২১ ১৫:৫০
করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত আট মাসের মধ্যে আজ সর্বনিম্ন ১৩ জন মারা গেছেন। এর আগে গত বছরের ১২ মে ১১ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৬২ জন।

নতুন করে ৭৬২ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭৬২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭১৮ জন সুস্থ হয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com