logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২৩:২৫
বিবিসি'র নির্বাচিত তালিকায় নারায়ণগঞ্জে কাপড় শুকানোর দৃশ্য
অনলাইন ডেস্ক

বিবিসি'র নির্বাচিত তালিকায় নারায়ণগঞ্জে কাপড় শুকানোর দৃশ্য

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতি সপ্তাহে সারাবিশ্বের বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে তোলা আলোকচিত্র প্রকাশ করে থাকে। চলতি সপ্তাহে সেই ছবির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জে ডায়িং ফ্যাক্টরিতে কাপড়ে রঙ দেওয়ার পর রোদে শুকানোর দৃশ্য। একনজরে দেখে নিন গত ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিবিসির সপ্তাহের সেরা ছবিগুলো:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের স্বাক্ষরিত আর্টিকেলটি হাতে ধরে আছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবন রক্ষার জন্য দায়িত্বরত মার্কিন ন্যাশনাল গার্ড সেনা সদস্যরা।

নিউ ইয়র্ক শহরের ৪২ স্ট্রিটের সূর্যোদয়ের ছবি যা নিউ জার্সি থেকেও দেখা গিয়েছিলো।

আসামের পানবাড়ি লেকে মাছ ধরে ভোগালি বিহু উদযাপন করছে স্থানীয় জনগণ। ভোগালী বিহু হলো আসামের ফসল উৎসব।

ব্রাজিলের গভর্নাদর ভ্যালাদারেসের বৃষ্টিতে ডস নদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় সেখানে অনুশীলন করছেন সার্ফার পাওলো গুইডো।

সৌদি আরবের নেওম এবং আলুলার মধ্যে ২০২১ সালের ডাকার র‌্যালিতে গাড়ি চালাচ্ছে এক প্রতিযোগী।

দক্ষিণ কোরিয়ার মুয়ানের একটি খামারে শীতে জমাট বাঁধা মৃত সামুদ্রিক মাছ আহরোণ করছে মৎজীবীরা।

শ্রীলঙ্কার কলম্বোর একটি সমুদ্র সৈকতের কাছে মোবাইল ফোন ব্যবহার করছেন ফুটপাতের খাবার বিক্রেতা।

স্কটল্যান্ডের মিডলোথিয়ানের পেনিকুইকের কাছে গ্লেনকোর্স গল্ফ কোর্সে একটি শিশু তুষারপাত উপভোগ করছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com