logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১৭:৩৫
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের অবস্থান নমনীয়: পররাষ্ট্র সচিব
অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের অবস্থান নমনীয়: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের অবস্থান কিছুটা নমনীয় হয়েছে। তাদের ফেরত পাঠানোর ব্যাপারে মিয়ানমার, বাংলাদেশ ও চীন একমত হয়েছে।

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ, মিয়ানমার ও চীনের সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের পর তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি এ বৈঠকটি চীনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে চীনের একজন ভাইস মিনিস্টার ও মিয়ানমারের পার্মানেন্ট সেক্রেটারি এই বৈঠকে যোগ দেন। বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।

এর আগে গত ৯ জানুয়ারি চীনের মধ্যস্থতায় সচিব পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার সেটা পিছিয়ে দিয়েছিল।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com