logo
আপডেট : ১৯ জানুয়ারি, ২০২১ ১৭:৪০
মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে ১৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান (২৭), ছুরমান খাঁর ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫), রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (৩৪), গগন খাঁর ছেলে মো. আজিজুল হক (২২) এবং গগন খাঁর মেয়ে ফেলী বেগম (১৮)।

২০১৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এরপর নিহতের ভাই মুনসুর আলম বাদি হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com