logo
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২১ ১৮:০০
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৪ জনের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৪ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিনেরর অদূরে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় কোষ্টগার্ড সদস্যরা। শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্টমার্টিন কোষ্টগার্ড সূত্র জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এসময় ট্রলারটি ডুবে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা এখনও নিঁখোজ রয়েছে।

তিনি জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছান। এসময় অন্যান্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোষ্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবে যাওয়া ট্রলারের এখনও সন্ধান পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি যানযাবিল নামে ট্রলারটি। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com