সকল অনিশ্চয়তা কাটিয়ে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২১। আগামী ১৮ মার্চ থেকে শুরু হয়ে বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, মেলা পরিচালনা কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেলা শুরু হবে ১৮ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
এর আগে গত সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ইত্তেফাককে টেলিফোনে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা সারসংক্ষেপ পাঠিয়েছিলাম। তিনি বইমেলা আয়োজনের সিদ্ধান্ত দিয়েছেন একইসঙ্গে তারিখও নির্ধারণ করে দিয়েছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও জানান, সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলা হবে। আগে যেভাবে যে আয়োজনে বইমেলা আয়োজিত হতো সেভাবেই সব আয়োজন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে বইমেলা পরিচালনা করা হবে।