করোনা মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি মাদ্রাসা ছাড়া) চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার ছুটি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হলো।
দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।

এর আগে ৪ঠা ফেব্রুয়ারির আগেই স্কুল খোলার প্রস্তুতি শেষ করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠানো হয়েছিল । তখন প্রাথমিকভাবে চতুর্থ, পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে বলে সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ে। কিন্তু সরকার বলছে ১৪ই ফেব্রুয়ারির আগে কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার, যা আজ অবধি চালু হয়নি।
এরই মধ্যে বাতিল হয়েছে পিএসসি, জেএসসি, এইচএসসি এবং সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা।