logo
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ১৪:১৫
'মাসের সেরা' পুরস্কার দেবে আইসিসি
অনলাইন ডেস্ক

'মাসের সেরা' পুরস্কার দেবে আইসিসি

নতুন বছরের প্রথম মাস থেকে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে 'প্লেয়ার অব দ্য মান্থ' অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

এ ক্ষেত্রে মাসের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত মাঠের ক্রিকেটকে বিবেচনায় নেওয়া হবে।

সেরা নির্বাচন করবে স্বাধীন আইসিসি ভোটিং একাডেমি, যেখানে সাবেক খেলোয়াড়, ব্রডকাস্টার এবং সাংবাদিকরা থাকবেন। মোট ভোটের ৯০ শতাংশ থাকবে তাদের হাতে। বাকি ১০ শতাংশ আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকরা দিতে পারবেন।

পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতেই 'মাসের সেরা'কে পুরস্কৃত করা হবে।আইসিসি জানিয়েছে, প্রতি ক্যাটাগরিতে তিনজনকে মনোনয়ন দেওয়া হবে। সংক্ষিপ্ত তালিকার ওই তিনজনকে ভোট দিয়ে সেরা নির্বাচন করবে আইসিসি ভোটিং একাডেমি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com