logo
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ১৪:২৫
‘হামলার পেছনে ইরান’, চিঠিতে লেখা, কেবল ট্রেলার
অনলাইন ডেস্ক

‘হামলার পেছনে ইরান’, চিঠিতে লেখা, কেবল ট্রেলার

ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় ইরানের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র জানিয়েছে, বিস্ফোরণ এলাকা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা আছে, এটি কেবল ট্রেলার মাত্র।

এছাড়া চিঠিতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি এবং দেশটির শীর্ষ বিজ্ঞানী মহসেন ফখরিজাদের নাম উল্লেখ করা হয়েছে। গত বছরে দুই জনেই হামলায় নিহত হন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের জন্য ইসরায়েল থেকে থেকে বিশেষ তদন্তকারী দল আসছে। ভারতীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করার জন্য শনিবারই ওই দলের দিল্লি পৌঁছনোর কথা।

গতকাল বিস্ফোরণের পর দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। জানা যায়, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com