logo
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২১ ২১:২৫
মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা
অনলাইন ডেস্ক

মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা

লিওনেল মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সেলোনা। এমনটি বলছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রিভালদো। 

গত আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে পরাজয়ের পর সমালোচনায় পড়ে বার্সেলোনা। তখনই বিনা ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন মেসি। 

তখন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ মেসিকে জানিয়ে দেন  ক্লাব ছাড়তে হলে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো দিতে হবে। কিন্তু এত অর্থ না থাকায় বার্সাতেই থেকে যান আর্জেন্টাইন সুপারস্টার। 

আগামী মৌসুমে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। তখন বার্সা ছাড়তে তার আর কোনো ঝামেলা থাকছে না।  

সম্প্রতি বেটফেয়ারকে ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রিভালদো বলেছেন, মেসি যখন চুক্তির অধীনে ছিল তখন আগের বোর্ড তাকে বিক্রি না করে ভুল করেছে। রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে যা করেছে, বার্সেলোনাও তাই করতে পারত। 

তিনি আরও বলেন, রিয়াল রোনালদোকে বিক্রি করে ১০ কোটি ইউরো পেয়েছিল। ক্লাব যখন অর্থনৈতিকভাবে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তখন এমন একজন তারকার বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে দেখাটা কষ্টকর। আমার মনে হয়, মেসি অবশ্যই চলে যাবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com