logo
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫০
পুত্র সন্তানের বাবা হলেন কপিল শর্মা
অনলাইন ডেস্ক

পুত্র সন্তানের বাবা হলেন কপিল শর্মা

দ্বিতীয়বার বাবা হলেন ভারতীয় কমেডি কিং কপিল শর্মা। মেয়ের পর এবার ছেলের বাবা হলেন তিনি। সোমবার টুইট বার্তায় নিজেই তথ্যটি জানিয়েছেন।

টুইটে কপিল লেখেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের বাড়িতে আজ ভোরেই পুত্রসন্তান এসেছে। নবজাতক এবং মা দুজনেই সুস্থ রয়েছে। আপনাদের ভালবাসা, আশীর্বাদের জন্য ধন্যবাদ।

এদিকে, কপিলের বাবা হওয়ার খবরে অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন। তার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং সবার জীবনের দীর্ঘায়ু কামনা করছেন তারা।

২০১৮ সালের ১২ ডিসেম্বর জলন্ধরে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা ও স্ত্রী গিন্নি চত্রথ। এরপর ২০১৯ সালের ১০ ডিসেম্বর তাদের প্রথম কন্যাসন্তান আনায়রা শর্মা পৃথিবীর মুখ দেখে।

সূত্র : সংবাদ প্রতিদিন


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com