logo
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫
শরীয়তপুরে ধর্ষণের পর হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক

শরীয়তপুরে ধর্ষণের পর হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিজা আক্তার নামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান এ রায় ঘোষণা করেন।  রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার সদ্দারকন্দির গ্রামের মৃত সামেদ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪০) ও একই এলাকার আবদুর রাজ্জাক শেখের ছেলে মো. জাকির শেখ (৩৫)।

আদালতের পিপি ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ১৩ জুলাই শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুরের মো. লেহাজুদ্দিনের মেয়ে লিজা আক্তার ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। নিহত লিজা উপজেলার ১নং সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ২৩ জুলাই নিহত স্কুলছাত্রীর বাবা মো. লেহাজুদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় দুজনকে আসামি করে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com