logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৫৪
সু চির প্রধান সহযোগী উইন হাতেইন গ্রেফতার
অনলাইন ডেস্ক

সু চির প্রধান সহযোগী উইন হাতেইন গ্রেফতার

মিয়ানমারের স্টেট কাউন্সিল অং সান সু চির অন্যতম সহযোগী উইন হাতেইনকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। 

 

সু চির দল এনলডি জানিয়েছে, ইয়াঙ্গুনে তার বোনের বাসায় রাত্রিযাপন করছিলেন। ওখান থেকেই তাকে ধরে নাইপিদোর পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী সু চির এই সহযোগীকে এর আগেও দীর্ঘ সময় কারাগারে কাটাতে হয়।

গ্রেফতার হওয়া উইন হাতেইনকে সু চির ডান হাত হিসেবেও বিবেচিত করা হয়। গ্রেফতারের আগে উইন হাটেন স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, অভ্যুত্থান বিচক্ষণতা হতে পারে না। এতে দেশের রাজনীতিবিদদের ভুল পথে নিয়ে যাবে। সবারই উচিত এই সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করা। 

উল্লেখ্য, গত সোমবার মিয়ানমারে সামরিক অভুত্থ্যানের পর এখন পর্যন্ত ১৩০ জনের বেশি রাজনৈতিক ও আইনপ্রণেতাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com