logo
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪০
রংপুরে পচা পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছে না টিসিবি ডিলার
অনলাইন ডেস্ক

রংপুরে পচা পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছে না টিসিবি ডিলার

রংপুর জেলার টিসিবির গুদামে প্রায় অর্ধকোটি টাকার আমদানি করা নিম্নমানের পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেই পেঁয়াজ ১৫ টাকা কেজি দরে ডিলারদের বাধ্য করে বিক্রি করতে দেওয়া হয়েছে।

এদিকে টিসিবির ডিলাররা শর্ত জুড়ে দিয়েছে ১০ কেজি গাছগাজানো ও পচা পেঁয়াজ না কিনলে কোনো গ্রাহকের কাছে তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে না। পচা পেঁয়াজ কিনতে বাধ্য করায় ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টিসিবি অফিস ও ডিলাররা জানিয়েছে, গত কয়েক দিন ধরে রংপুর মহানগরীর আটটি স্থানে মিনি ট্রাকে পেঁয়াজ, ডাল, চিনি ও ভোজ্য তেল খোলাবাজারে বিক্রি করছে ডিলাররা। কিন্তু ডিলাররা একজন গ্রাহক ১০ কেজি পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করছে না।

দেখা গেছে, টিসিবির প্রায় সব ডিলারই এভাবে পণ্য বিক্রি করছে। ডিলাররা নিজেই স্বীকার করেছে আমদানি করা পেঁয়াজগুলোর বেশির ভাগই পচা। টিসিবি কর্তৃপক্ষ প্রতিটি ডিলারকে বাধ্যতামূলকভাবে একটন পেঁয়াজ ১৫০ কেজি সয়াবিন তেল এবং ১০০ কেজি করে চিনি ও মসুরের ডাল বরাদ্দ দিচ্ছে। কিন্তু পেঁয়াজগুলোর বেশির ভাগই পচে যাওয়ায় এবং গাছ গজিয়ে ওঠায় গ্রাহকরা তা কিনতে অপারগতা প্রকাশ করছেন। বাধ্য হয়ে ডিলাররা পেঁয়াজ বিক্রি করার শর্ত জুড়ে দিয়েছেন। শুধু তাই নয়, পেঁয়াজের কেজি ১৫ টাকা দাম নির্ধারণ করে দিলেও পেঁয়াজ কেউ নিতে চাইছে না। রংপুর নগরীর শাপলা চত্বর, সিটি বাজার, সিও বাজার, লালবাগ, মর্ডান মোড় এলাকায় গিয়ে দেখা গেছে একই অবস্থা। ১০ কেজি পেঁয়াজ কিনলেই অন্য পণ্য দেওয়া হবে বলে ডিলারদের সাফ জবাব।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com