ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, কৃতিশিক্ষার্থী সংবর্ধনা ও ত্রিতল ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ পরিবারের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এই আলোচনাসভা, কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুছ ছালাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনিমার্ণে যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের সকল সেক্টরে যেমন উন্নয়ন হয়েছে, তেমনি শিক্ষার উন্নয়নে তার সরকার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি অটোপাশ সম্পর্কে বলেন, করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের এটা সরকারের উপহার, শিক্ষার্থীদের প্রাপ্য সম্মান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এলজিইডির তত্তাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক, এরশাদ ট্রাষ্টের চেয়ারম্যান কাজী মামুনূর রশিদ, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম,প্রধান শিক্ষক শাহজাহান কবির, প্রধান শিক্ষক আল আমিন খান, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা শেখ সামছুদ্দোহা, শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেক।