logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১০
অর্থের জন্য লাইভে 'দেড় লিটার' মদ পান বৃদ্ধের, এরপর যা হলো
অনলাইন ডেস্ক

অর্থের জন্য লাইভে 'দেড় লিটার' মদ পান বৃদ্ধের, এরপর যা হলো

ট্র্যাশ স্ট্রিম' কিংবা 'থ্র্যাশ স্ট্রিম'। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড চালু হয়েছে। অর্থের বিনিময়ে অনলাইনে নানা আজব চ্যালেঞ্জ গ্রহণ করে তা লাইভস্ট্রিম করা। এই ধরনের চ্যালেঞ্জ যে কত বিপজ্জনক হতে পারে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল রাশিয়ায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায়। 

ইউটিউবে লাইভস্ট্রিম করার সময় চ্যালেঞ্জ নিয়ে দেড় লিটার ভদকা খাওয়ার পরে মৃত্যু হয় তার। যারা লাইভটি দেখছিলেন, ওই ব্যক্তির এমন পরিণতিতে তারা কার্যত হতবাক হয়ে যান। ৬০ বছরের ওই রাশিয়ান নাগরিকের নাম উরি ডাশেচকিন। ইউটিউবে খ্যাতি 'গ্র্যান্ডফাদার' নামেই। ইউটিউবার হিসেবে নানা চ্যালেঞ্জ নিতেন তিনি। এই চ্যালেঞ্জগুলির বৈশিষ্ট্যই হল- অর্থের বিনিময়ে নানা অদ্ভুত কাণ্ড করা। আরেক ইউটিউবার তাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছিলেন অনলাইনে ভদকা পান করার। কেবল ভদকা নয়। আরেকটা অপশনও ছিল। গরম সস। 

খবর অনুযায়ী, ভদকাকেই বেছে নিয়েছিলেন উরি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করাই কাল হল গ্র্যান্ডফাদারের। দেড় লিটার ভদকা পান করার পরেই ঘটে যায় অঘটন। সকলের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভিউয়াররা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এমন ভয়ংকর মুহূর্তের সাক্ষী হয়ে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রাশিয়ান প্রশাসন।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com