logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৫
নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় যাচ্ছে আরব আমিরাতে
অনলাইন ডেস্ক

নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় যাচ্ছে আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রত্যয় শনিবার চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করেছে। জাহাজটি নৌজেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়।

এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে স্থানীয় কর্মকর্তাগণ ও নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

১৩৬ নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা প্রত্যয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ। মহড়া শেষে জাহাজটি আগামী ১৩ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে।—আইএসপিআর


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com