logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:০৫
করোনা টিকা নিয়ে ভয়ের কিছু নেই: হানিফ
অনলাইন ডেস্ক

করোনা টিকা নিয়ে ভয়ের কিছু নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের টিকা গ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়ায় করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে করোনা প্রতিষেধকের টিকা নেন মাহবুব উল আলম হানিফ।

টিকা গ্রহণ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এ টিকা নিয়ে ভয়ের কিছু নেই। তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।

এ সময় হানিফ ছাড়াও করোনা টিকা গ্রহণ করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও জর্জ কোর্টের পিপি অ্যাভোকেট অনুপ কুমার নন্দী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com