logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৩০
ভোরে হাঁটতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
অনলাইন ডেস্ক

ভোরে হাঁটতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে শহরের মেঘনাপাড় রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম নিতাই চন্দ্র সাহা (৬৫)।  তিনি ভৈরব বাজার ডালপট্টি এলাকার নিদান চন্দ্র সাহার ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার ভোরে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা ঘুম থেকে উঠে ভৈরবের নদীর পাড় এলাকায় হাঁটতে যান। সকাল পৌনে ৭টার দিকে তিনি রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে আটক করে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা তার পায়ের উরুতে ছুরি দিয়ে আঘাত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নিতাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডাক্তার মোকিত ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগে পথিমধ্যই তার মৃত্যু হয়।

নিহতের একমাত্র ছেলে রাজীব সাহা জানান, আমার বাবা প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে যায়। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। কি কারণে কারা তাকে ছুরিকাঘাত করল আমরা তা বলতে পারছি না।

ভৈরব থানার ওসি  মো. শাহিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঠিক কি কারণে কারা তাকে ছুরিকাঘাত করল পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ওসি।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com