logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫
ত্যাগী নেতার স্থান নেই দলে: সংবাদ সম্মেলনে কাদের মির্জা
অনলাইন ডেস্ক

ত্যাগী নেতার স্থান নেই দলে: সংবাদ সম্মেলনে কাদের মির্জা

আওয়ামী লীগে ত্যাগী নেতা নেই, দল হাইব্রিড নেতা দিয়ে চলছে বলে মন্তব্য করেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের মির্জা।

এ সময় তিনি আরও বলেন, তার মুখ বন্ধ করতে ওবায়দুল কাদের ষড়যন্ত্র করছে। চট্টগ্রামের ও নিজ বাড়িতে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলার অভিযোগ এনে সাংসদ নিজাম হাজারী এবং একরামুল চৌধুরীর বিরুদ্ধে আইনের আশ্রয়ের কথা জানান তিনি।

সরকারের সমালোচনা করে কাদের মির্জা বলেন, দলে ত্যাগী নেতারা আজ নেই। হাইব্রিড নেতা দিয়ে চলছে দল। অভিযোগ তুলেন নিজ ভাইয়ের বিরুদ্ধে।

কয়েক দফা তার উপর হামলার ঘটনায় স্থানীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন নির্বাচিত এই পৌর মেয়র। তার পরিবারকে যারা রাজাকার বলে আখ্যায়িত করেছে তাদেরকে প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কাদের মির্জা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com