logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৩০
জিতলে প্রশ্নগুলো করতেন না: সাকিব
অনলাইন ডেস্ক

জিতলে প্রশ্নগুলো করতেন না: সাকিব

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ বাংলাদেশ। টাইগারদের পারফরমেন্স ছিল হতাশার- এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। তবে যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে বলে মনে করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘প্রথম টেস্টে প্রথম চার দিন ভালো অবস্থানে ছিলাম, পঞ্চম দিন থেকেই আমাদের খারাপ অবস্থা শুরু হয়। দ্বিতীয় টেস্টেও আমরা পারিনি। এখন কঠিন অবস্থা। এর আগেও এমন অবস্থা হয়েছিল। সাবাই মিলে এক সঙ্গে কাজ করে এই অবস্থা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে।

  

বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘সবাই জেতার জন্য চিন্তা করে। যখন ঠিক হয় না, তখন এটার জন্য প্রশ্ন করেন। জিতে গেলে এই প্রশ্নগুলো করতেন না। কিন্তু তখনও কাজ ছিল প্রশ্নগুলো করা।

দলের ব্যর্থতা নিয়ে সাকিব বলেন, ‘পরাজয় কাম্য নয়। তবে শুধু ক্রিকেটেই নয়, যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি, সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

ওয়ানডে সিরিজে যতটা দাপট দেখিয়েছে বাংলাদেশ, টেস্টে তারচেয়ে বেশি হতাশ করেছেন তামিম-মুশফিকরা। চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টে গত রোববার ১৭ রানে হেরেছে স্বাগতিকরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com