logo
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৪০
মোস্তাফিজকে নিতে এত অনীহা কেন?
অনলাইন ডেস্ক

মোস্তাফিজকে নিতে এত অনীহা কেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিতে রাজস্থান রয়েলস ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। 

আইপিএল নিলামের এক কোটি ভিত্তিমূল্যে থাকা কাটার মাস্টারের নাম যখন নিলামে ওঠে তখন আগ্রহ দেখায় রাজস্থান রয়েলস। এরপর আর কোনো ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ সেরা এই পেসারকে দলে নিতে কোনো  আগ্রহ দেখায়নি।

যে কারণে ভিত্তিমূল্যেই বিক্রি হন এই কাটার মাস্টার। এর আগে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন।

জাতীয় দলে অভিষেকের পর দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বের নজর কাড়েন মোস্তাফিজ। জাতীয় দলে অবিশ্বাস্য পারফরম্যান্সের সুবাদে সুযোগ পান আইপিএলে।

২০১৬ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে অবদান রাখা এ তারকা পেসার এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

কিন্তু চোটাক্রান্ত হওয়ার পর আগের সেই ছন্দ ফিরে পাননি মোস্তাফিজ। তার কাটারে ধার কমে যাওয়া তাকে এবার নিলামে দলে নিতে তেমন কোনো আগ্রহ দেখায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com