‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি উস্কানি দিচ্ছে’ সরকারি দলের এমন অভিযোগের জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের।
শনিবার রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ফখরুল এই অভিযোগ করেন।
শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের অভিযোগ করেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপি ষড়যন্ত্র করছে, ছাত্রদের বেশ ধারণ করে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে হামলার চেষ্টা করেছে দলটি। এই অভিযোগের জবাব দিতেই ফখরুল সংবাদ সম্মেলন ডাকেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সরকার কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে নস্যা করতেই বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করছে। সরকার দলীয় লোকেরাই ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। দেশের অনেক জায়গায় তারা এই হামলা চালায়।’
শিক্ষার্থীদের ওপর এই হামলা ও কোটা আন্দোলনকারীদের ওপর নির্যাতন একই সূত্রে গাঁথা বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি সব সময় শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে।
নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনেও বিএনপির সমর্থনের কথা জানান দলটির মহাসচিব।
চলমান আন্দোলনে ‘উস্কানি’ দেয়া একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠের মিল রয়েছে। তবে ফখরুল সংবাদ সম্মেলনে ওই অডিও ক্লিপ নিয়ে কোনো মন্তব্য করেননি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল আলম খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামা ওবায়েদ প্রমুখ।