logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২০
কাদের মির্জার ডাকে হরতাল চলছে কোম্পানীগঞ্জে
অনলাইন ডেস্ক

কাদের মির্জার ডাকে হরতাল চলছে কোম্পানীগঞ্জে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। আজ শনিবার সকাল ৬টায় শুরু হওয়া এই হরতালের সমর্থনে কাদের মির্জার সমর্থকেরা রাস্তায় পিকেটিং করছেন। 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে চাপরাশির হাটে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল অনুসারী আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের কাদের মির্জা নিজের অনুসারী দাবি করেন এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদে শুক্রবার রাত ১০টায় ফেসবুক লাইভে এসে এই হরতালের ঘোষণা দেন। 

শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থিত আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে স্থানীয় এক সংবাদকর্মীসহ উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হন।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com