logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫০
রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
অনলাইন ডেস্ক

রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রংপুরে ট্রেনে কাটা পড়ে সাগর মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর মনোহরপুর শিংগীমারী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাগর মিয়া (১৭) নগরীর বড়বাড়ি এলাকার একরামুল মিয়ার ছেলে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, সাগর মানসিক রোগী ছিলেন। সকালে কোনো এক সময় তিনি রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়েন। এলাকাবাসী সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com