logo
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৫৫
হত্যার হুমকি পেয়ে পাকিস্তান সরকারকে বিঁধলেন মালালা
অনলাইন ডেস্ক

হত্যার হুমকি পেয়ে পাকিস্তান সরকারকে বিঁধলেন মালালা

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার ওপর আগে যে ব্যক্তি হামলা চালিয়েছিলেন, সেই ব্যক্তিই এবার হুমকি দিয়েছেন।

হত্যার হুমকি পেয়ে এ বিষয়ে মুখ খুললেন মালালা। তিনি পাকিস্তানের সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘সরকারি হেফাজতে থাকা অবস্থায় পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান কী করে পালিয়ে গেল।’

টুইটারে এহসানের অ্যাকাউন্ট থেকে হত্যার হুমকি দেওয়ার জেরে এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সে দেশের সেনাবাহিনীর কাছে জবাব চেয়েছেন ২৩ বছর বয়সী মালালা। এর আগে, বুধবার টুইটার অ্যাকাউন্ট থেকে মালালাকে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘পরেরবার, আর কোনো ভুল করা হবে না।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com