logo
আপডেট : ১ মার্চ, ২০২১ ১৮:৫০
তাইওয়ান ইস্যুতে চীনের ‘আনারস কূটনীতি
অনলাইন ডেস্ক

তাইওয়ান ইস্যুতে চীনের ‘আনারস কূটনীতি

যেভাবেই হোক তাইওয়ানকে চাই, সেটা দখল করেই হোক বা অন্যপ্রকারে। এই মনোভাব চীনের। কিন্তু মার্কিন ‘রক্ষাকবচ’ ভেদ করে সরাসরি সংঘাতে নামতে সাহস পাচ্ছে না কমিউনিস্ট দেশটি। তাই এবার তাইপেইকে শায়েস্তা করতে ‘আনারস লড়াই’ শুরু করল বেইজিং। শুনতে হাস্যকর মনে হলেও এবার তাইওয়ান থেকে আনারস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। 

বেইজিংয়ের দাবি, ২০২০ সালে তাইওয়ান থেকে আসা আনারসে এক ধরনের ক্ষতিকারক পোকা পাওয়া যায়। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফলটির আমদানি নিষিদ্ধ করা হয়েছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তাইপেই। তাইওয়ানের দাবি, আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে অন্যায় করেছে চীন।

বিশ্লেষকদের মতে, তাইওয়ানের শাসক দল ‘ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’কে বাগে আনতেই এই পদক্ষেপ করেছে চীনা প্রশাসন। কারণ দেশটির বর্তমান সরকার চীনের কট্টর বিরোধী। তাই এবার বাণিজ্যিক লড়াই শুরু করেছে বেইজিং।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com