logo
আপডেট : ১০ এপ্রিল, ২০২১ ১৯:০৯
চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র-তাইওয়ান সম্পর্ক জোরদারে নতুন পদক্ষেপ
অনলাইন ডেস্ক

চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র-তাইওয়ান সম্পর্ক জোরদারে নতুন পদক্ষেপ

আবারও চীনকে চাপে রাখতে তাইওয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন পদক্ষেপ গ্রহণ করলো মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, 'তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা নতুন নির্দেশিকা জারি করেছি। এর ফলে সে দেশের কুটনীতিবিদদের সঙ্গে আলোচনার রাস্তা আরও চওড়া হবে।

কয়েকদিন আগেও ফিলিপিন্স ও তাইওয়ানের বিরুদ্ধে বেজিংয়ের আগ্রাসী নীতির প্রতিবাদে সরব হয় যুক্তরাষ্ট্র। চীনকে কার্যত যুদ্ধের হুমকি দিয়ে মার্কিন নেড প্রাইস অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, ফিলিপিন্সের সেনাবাহিনী, জাহাজ বা বিমানের উপর হামলা হলে চুক্তি মেনে বন্ধু দেশটির পাশে দাঁড়াবে আমেরিকা। 

যদিও এসব হুমকি ও চাপকে পাত্তা দিচ্ছে না চীন। তাইওয়ানকে হুঁশিয়ারি স্বরূপ যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটি। এ নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, খুব সম্প্রতি তাদের আকাশপথে ১৫টি চীনা বিমান বিনা অনুমতিতে ঢুকে পড়েছিল যার মধ্যে ১২টি যুদ্ধবিমান। সূত্র : সংবাদ প্রতিদিন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com