logo
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১ ১২:৫০
মহামারী থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দোয়ার আহ্বান আইনমন্ত্রীর
অনলাইন ডেস্ক

মহামারী থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দোয়ার আহ্বান আইনমন্ত্রীর

করোনা মহামারী থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, 'বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে।'

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সঙ্গে ভার্চুয়্যালি মতবিনিময় সভায় মন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী ঢাকা থেকে ওই মতবিনিময় সভায় অংশ নেন।

মন্ত্রী আরও বলেন, এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে অত্যন্ত আন্তরিকতার সাথে ক্ষমা প্রার্থনা করা উচিত। একমাত্র আল্লাহই আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন মাফ করতে পারেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com